ক্রিকেটার সাকিব আল হাসান আর নায়ক সাকিব খান মিলেমিশে এক গোলমেলে পরিস্থিতি।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৬ মে, ২০১৪, ১০:১৪:৫৩ রাত

একজন পাগলা বাংলা সিনেমা ভক্তের সাথে দেখা হল। তিনি আমারে জিগাইলেন :

- ভাই IPL সিনেমাটা দেখেছেন.?

- কি !!!!????? কন কি ?

- IPL. ভারতে নাকি খুব হিট হইছে।

আমাদের সাকিব নাকি অভিনয় করছে।

- কে বলছে আপনারে।

- পেপার পত্রিকা টেলিভিশন সব জায়গায় তো শুনতাছি। শুধু সাকিব আর সাকিব।

- কথা ঠিক। কিন্তু ...........

- কিন্তু একটা জায়গায় খটকা লাগতেছে। শাহরুখ খান নাকি তাকে পিঠে উঠাইয়া নাচতে চাইছে।

- এটাও ঠিক। কিন্তু .......

- ঐ ব্যাটা ক্যামনে করবে এটা। এত মোটাগাটা সাকিবরে পিঠে নিলে তো ওর কোমর ভাইঙ্গা যাইব না ?

- ঐ মিয়া, কে কইছে আপনারে সাকিব মোটা। এই পাতলা পুতলা ছেলেটাকে আপনি মোটাগাটা বানায় দিলেন।

- কি যে কন। সাকিবরে আমার থেকে আপনি বেশী চেনেন নাকি। ওর প্রত্যেকটা ছবি সিনেমা হলে টিকিট কেটে দেখি। কোন কোন ছবি দুই তিন বারও দেখা হয়। আর আমি চিনবো না সাকিব খানরে।

- এটা আপনার নায়ক সাকিব খান না। এটা হইল ক্রিকেটার সাকিব আল হাসান। আর IPL কোন সিনেমা না এটা হইলো ক্রিকেট খেলা।

- ওওওওও.!!! তা আগে কইবেন তো।

........................

সাকিব আল হাসান আসলেই আমাদের ছোট্ট দেশটাকে অনেক উপরে নিয়ে গেছেন। ওনার সবচেয়ে ভাল গুণ হল মানসিক শক্তি। বাইরের কোন পরিস্থিতি ওনার পারফরমেন্সে চিড় ধরাতে পারে না। মিডিয়ায় কে কি বলল, কে ক্যাপ্টেন হল, কে বিসিবি সভাপতি হল, কে দূর্নীতি করল এসব কিছুই না।

আমাদেরও সবার উচিত যার যে দায়িত্ব সেখানে সর্বোচ্চ ঢেলে দেওয়া। বাইরের পরিস্থিতি যাই হোক না কেন।আমরা নিজেদের দায়িত্বটার যদি শুধু একধাপ উন্নতি করি তাহলেও দেশটা কয়েকগুণ এগিয়ে যাবে।

আমাদের দেশের বিপুল পরিমাণ জনসংখ্যা। এই সংখ্যা যদি শক্তিতে রুপান্তরিত করতে পারি তখন সেটা হয়ে যাবে জনশক্তি। তখন আর আমাদেরকে কেউ আটকাতে পারবে বলে মনে হয় না।

তাই সকলেরই উচিৎ নিজেদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করা।

বি:দ্র: সবারই ভাল গুন গুলো অনুসরণ করা দোষের কিছু না।

বিষয়: বিবিধ

২০২১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226715
২৬ মে ২০১৪ রাত ১০:২০
নোমান২৯ লিখেছেন :







সহমত ।
সবারই ভাল গুন গুলো অনুসরণ করা দোষের কিছু না।
226722
২৬ মে ২০১৪ রাত ১০:৩৩
টোকাই বাবু লিখেছেন : আমাদের দেশের বিপুল পরিমাণ জনসংখ্যা। এই সংখ্যা যদি শক্তিতে রুপান্তরিত করতে পারি তখন সেটা হয়ে যাবে জনশক্তি। তখন আর আমাদেরকে কেউ আটকাতে পারবে বলে মনে হয় না।

তাই সকলেরই উচিৎ নিজেদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করা।

বি:দ্র: সবারই ভাল গুন গুলো অনুসরণ করা দোষের কিছু না।

চমৎকার বলেছেন
226727
২৬ মে ২০১৪ রাত ১০:৫৫
প্রবাসী যাযাবর লিখেছেন : ভালো লাগলো পিলাচ ধন্যবাদ
226765
২৭ মে ২০১৪ রাত ১২:১১
আমীর আজম লিখেছেন : কমেন্টের জবাব দেয়া যাচ্ছে না। তাই এভাবেই লিখলাম : আপনার মূল্যবান কমেন্টটি আমার ব্লগ বাড়িতে রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

যদি কখনো আবার ফিরে আসেন আমার লেখায় তাহলে দেখতে পাবেন আপনার কমেন্টের কত সুন্দর একটা জবাব দিয়ে দিয়েছি। আর যদি ফিরে না আসেন তাহলে হয়তো কোন দিনই আর জানা হবে না।
226812
২৭ মে ২০১৪ রাত ০২:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : সাকিব আল হাসান আসলেই আমাদের ছোট্ট দেশটাকে অনেক উপরে নিয়ে গেছেন। ওনার সবচেয়ে ভাল গুণ হল মানসিক শক্তি। বাইরের কোন পরিস্থিতি ওনার পারফরমেন্সে চিড় ধরাতে পারে না। মিডিয়ায় কে কি বলল, কে ক্যাপ্টেন হল, কে বিসিবি সভাপতি হল, কে দূর্নীতি করল এসব কিছুই না।

আমাদেরও সবার উচিত যার যে দায়িত্ব সেখানে সর্বোচ্চ ঢেলে দেওয়া। বাইরের পরিস্থিতি যাই হোক না কেন।আমরা নিজেদের দায়িত্বটার যদি শুধু একধাপ উন্নতি করি তাহলেও দেশটা কয়েকগুণ এগিয়ে যাবে।

এ কথাগুলো অনেক বড় মাপের কথা। এ কাজটি করার জন্য আমাদের মানুষদের সে যোগ্যতা নেই। ও ভাবে গড়ে উঠেনি। তবে চেষ্টা করতে তো দোষ নেই। প্রতিটি মানুষ মুলত এমনই হওয়া উচিত। ধন্যবাদ।
226820
২৭ মে ২০১৪ রাত ০৩:১৮
সবুজেরসিড়ি লিখেছেন : চমৎকার সবারই ভাল গুন গুলো অনুসরণ করা দোষের কিছু না ১০০% সহমত ।
226847
২৭ মে ২০১৪ সকাল ০৫:৩৯
আমীর আজম লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য এবং একটি মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য।
226973
২৭ মে ২০১৪ দুপুর ০৩:১৮
হতভাগা লিখেছেন : সাকিব তো কলিকাতার জন্য দিচ্ছে এখন । সামনে ভারত আসছে , দেখা যাবে তখন কি করে । সেটাই আসল ।
227117
২৭ মে ২০১৪ রাত ০৮:০৮
আমীর আজম লিখেছেন : যাই হোক। বাংলাদেশী তো।
১০
246315
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৭
তরিকুল হাসান লিখেছেন : ভালো লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File